সাত পাক থেকে মালাবদল, সিঁদুর দান, দেখুন বিদ্যা সিনহা মিমের বিয়ের সব ছবি।
1/8অনুষ্কা, প্রিয়াঙ্কা থেকে হালফিলে পত্রলেখা-ক্যাটরিনা, বিয়ের দিন নায়িকাদের পছন্দের ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এই বাঙালি ডিজাইনারের এক্সক্লুসিভ কালেকশনের লেহেঙ্গাতে সেজেই বিয়ের পর্ব সারলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। (ছবি-ফেসবুক)
2/8গত বছর নভেম্বরেই দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে আংটি বদল সেরেছিলেন, আর ‘শুভক্ষণ, শুভ দিন’-এ সাত পাক ঘুরে জন্ম-জন্মান্তরের বন্ধনে বাঁধা পড়লেন বিদ্যা-সনি। মঙ্গলবার বিকালে বিয়ের ছবি পোস্ট করে অনুরাগীদের নিউ ইয়ারের সবচেয়ে বড় সারপ্রাইজটা দিলেন অভিনেত্রী। (ছবি-ফেসবুক)
3/8হিন্দু রীতিতে বিয়ের পর্ব সারলেন বিদ্যা। সব্যসাচীর নকশা টাকা এই টকটকে লেহেঙ্গা জুড়ে রয়েছে পাথর, জরির এমব্রয়ডারি আর মুক্তার ভারী কাজ। সঙ্গে মানানসই ভারী গয়না পরেছিলেন অভিনেত্রী।
4/8মিমের গলায় ছিল জড়োয়া হার আর কানে ছিল মানানসই পাথরের গয়না। নজর কাড়ল তাঁর নাকের সুবিশাল নথ। হাত ভর্তি চূড়া, সঙ্গে কলিরেঁ, পঞ্জাবি কনের স্টাইলে সেজেছিলেন এই বাঙালি অভিনেত্রী।
5/8বিদ্যার পরের পরনে ছিল সাদা শেরওয়ানি। সঙ্গে গোলাপি রঙা পাগড়ি আর ওড়না।
7/8এদিন বিয়ের সুখবর ভাগ করে নিতে উত্তম-মাধবী চিরন্তম প্রেমের গানের কলি ব্যবহার করলেন ওপার বাংলার এই সুন্দরী। ‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালবেসেছি, তুমি না আমি ?’ এমনটাই ফেসবুকের দেওয়ালে লিখেছেন বিদ্যা। তাঁর লেখনিতেই স্পষ্ট কবে, কীভাবে সনির প্রেমে পড়েছেন তা আজও ঠাওর করে উঠতে পারেননি তিনি। তবে শুধু জানেন, ‘ভালোবেসেছি’।