করোনার জেরে এর আগে বিশ্ব বাণিজ্য সম্মেলনের বসেনি বাংলায়৷ তবে এবার করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই ফের বাণিজ্য সম্মেলন বসছে৷ আজকেই শুরু হবে সম্মেলন৷ আর এই সম্মেলন থেকে বাংলায় শিল্প আনার স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
1/5বাংলাদেশ, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ভুটান, নরওয়ে, ফিনল্যান্ড, কেনিয়ার মতো ১৪টি দেশের প্রতিনিধিরা এবার যোগ দিতে চলেছেন বাণিজ্য সম্মেলনে৷ (PTI)
2/5এবারের সম্মেলনে তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে চুক্তি হতে পারে৷ সেখানে বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী৷ তাছাড়া বেলুড়ে একটি লজিস্টিক হাব নিয়েও চুক্তি হতে পারে এবারের সম্মেলনে৷(ফাইল ছবি, সৌজন্যে টুইটার @gautam_adani) (PTI)
3/5রঙের কারখানা গড়তে বিনিয়োগ করতে পারে বিড়লা গোষ্ঠী৷ বাণিজ্য সম্মেলনে আরও কিছু ক্ষেত্রে বিনিয়োগের ঘোষণা করতে পারেন কুমারমঙ্গলম বিড়লা। (PTI)
4/5মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার প্রতিনিধিরা আজকের সম্মেলনে হাজির থাকবেন। তাই গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে বিনিয়োগের ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। (PTI)