কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর হাওয়া অফিস। আজ থেকে বৃষ্টি শুরু হয়ে সপ্তাহান্ত পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। তবে এই বৃষ্টি লাগাতার হবে না। ঝড় উঠলে কিছুক্ষণ বৃষ্টি হবে। আবার থেমে যাবে। তবে ঝড়বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা কিছুটা কমবে।
1/5আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ধবার সিকিম এবং দার্জিলিংয়ে শিলা বৃষ্টি হয়েছে। এদিকে আজও দার্জিলিং, কালিম্পং কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শিলা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সমতলের অন্যান্য জেলাতেও। মালদা ও দুই দিনাজপুরে আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আগামিকাল উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ১৮ ও ১৯ মার্চ, অর্থাৎ, শনি ও রবিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে।
2/5সপ্তাহের বাকি ক'দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের সুন্দরবনে উপকূলীয় অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। এদিকে আজ, বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টিহবে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
3/5আগামিকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ১৮ ও ১৯ মার্চ, অর্থাৎ, শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। এই দুই দিন ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
4/5দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই আবহে সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির সময় বাড়ির ভেতর থাকতে বলা হয়েছে বা কোথাও আশ্রয় নিতে বলা হয়েছে। এদিকে শিলা বৃষ্টির সময় বাইরে থাকা নিয়েও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
5/5আজ বৃহস্পতিবার কলকাতায় দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৪ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। এর আগে বুধবার কলকাতা ও তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৮ শতাংশ ও সর্বনিম্ন ৩৫ শতাংশ ছিল।