1/7কথায় আছে, ‘আপনি তাঁকে পছন্দ করুন বা নাই করুন কিন্তু এড়িয়ে যেতে পারবেন না’। এই কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাবে উরফি জাভেদের ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন বিগ বস ওটিটি খ্যাত এই প্রতিযোগী। উরফির বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট থেকে চোখ ছানাবড়া সকলের! (ছবি-ইনস্টাগ্রাম)
2/7কাটা-ফাটা পোশাক পরে সর্বদাই চমকে দেন উরফি। খোলামেলা পোশাকের জন্য হামেশাই ট্রোলড হতে হয় তাঁকে, তবে শুধু নেটমাধ্যমে নয় পরিবারের সদস্যদের কটাক্ষের মুখেও পড়েছেন উরফি। একবার অ্যাডাল্ট ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হয়েছিল উরফির ছবি। যা দেখে তাঁকে পর্নস্টার বলেছিল পরিবারেরই এক সদস্য।
3/7 উরফি সম্প্রতি এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘আমার মনে হয় না এই শেমিং বিষয়টা আমরা বন্ধ করতে পারি। মেয়েদের নিজেদেরই মন শক্ত করতে হবে। কেউ তোমাকে কটাক্ষ করলে তোমাকে রুখে দাঁড়াতে হবে। অন্য কোনও রাস্তা খোলা নেই। কোনও মেয়ে ধর্ষিত হলেও সমাজ সেই মেয়েটারই দোষ খোঁজে। অথচ দোষী সহজেই বেঁচে যায়। আসলে পিতৃতন্ত্র আমাদের সমাজের শিকড়ের সঙ্গে এঁটে রয়েছে। হয়ত দিন বদলাচ্ছে তবুও অনেক শতক লাগবে এখনও’।
4/7প্রায়শই বডি শেমিং-এর মুখে পড়েছেন উরফি। তিনি জানান, ‘আমার ছবি কোনওদিন ফটোশপ করা হয় না। তাই কখনও কখনও হয়ত আমাকে ফোলা লাগে, আমার সম্প্রতি একটু ওজন বেড়েছে। সেই নিয়েও ট্রোল করে লোকজন, কারুর ২৪X৭ সুরু ফ্ল্যাট পেট থাকতে পারে না। মেয়েদের নিজেদের শরীর নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। মুখে দাগ থাকা, পিম্পল হওয়া, সবটাই নর্ম্যাল ওগুলো লুকানোরও দরকার নেই’। (ছবি- ইনস্টাগ্রাম)
5/7 বি-টাউনে বহু সুপারমডেলই ন্যুড ফটোশ্যুট সেরেছেন। ক্যামেরার সামনে নগ্ন হবেন উরফি? এই প্রশ্ন শুনে তাঁর চটপট জবাব, ‘না, আমি নগ্ন হয়ে কোনও জনপ্রিয়তা কুড়াতে চাই না। আমি যেটা করি, সেটা ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট। আমি ফ্যাশনকে ভালোবাসি, আমাকে ভালো দেখালেও আমি নগ্ন হয়ে ফটোশ্যুট করব না। লোকে ভাবে আমি শরীর দেখাতে ভালোবাসি, কিন্তু মোটেই তেমনটা নয়। আমি শাড়িও পরি। নগ্ন না হলেও বিকিনি শ্যুটে আমি খুব স্বচ্ছন্দ’।
6/7ইনস্টাগ্রামে হামেশাই নিজের বিকিনি লুকের ছবি শেয়ার করে থাকেন উরফি জাভেদ।
7/7‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ সিরিয়ালের সঙ্গে অভিনয়ে আত্মপ্রকাশ উরফির। এরপর ‘মেরি দুর্গা’, ‘বেপনহা’-র মতো সিরিয়ালে দেখা মিলেছে উরফির। ২৪ বছর বয়সী অভিনেত্রী সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন চলতি বছর বিগ বস ওটিটি-র মঞ্চে অংশগ্রহণ করে। (ছবি-ইনস্টাগ্রাম)