বিগ বস থেকে বের হয়েই নিজেকে বদলে ফেলেছেন আরতি। এখনের ছবি দেখলে আপনিও চোখ ফেরাতে পারবেন না।
1/5বিগ বস ১৩-র প্রতিযোগী আরতি সিংকে মনে আছে নিশ্চয়ই। ক্রুষ্ণা অভিষেকের বোন তিনি, গোবিন্দার ভাইঝি। শো-তে তাঁর নাম জড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে। এখন কী করছেন তিনি?
2/5বিগ বস ১৩-র ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিলেন। সিদ্ধার্থ শুক্লা, রশমি দেশাই, শেহনাজ গিল, আসিমদের কড়া টক্কর দিয়েছিলেন। শো থেকে বেরনোর পর নিজেকে একেবারে বদলে ফেলেছেন। এখন আরতির বোল্ড আর সেক্সি লুক দেখলে যে কেউ ঘায়েল হবে!
3/5আরতি ২০০৭ সালে জি টিভির অনুষ্ঠান মাইকার মাধ্যমে কেরিয়ার শুরু করেন। এরপর স্টার প্লাসের গৃহস্থি এবং থোড়া হে বাস থোড়ে কি জজুরাত হে-এ ধারাবাহিকে অভিনয় করেন। কমেডি নাইটস বাঁচাও-তেও তাঁকে দেখা গিয়েছে। তবে জনপ্রিয়তা সবচেয়ে বেশি দিয়েছে বিগ বস।
4/5বিগ বসের পরে আর কোনও প্রোজেক্টে দেখা যায়নি আরতিকে। তবে নিজেকে একেবারে বদলে ফেলেছেন। ওজন কমিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আজকাল ‘সেলফ লাভ’-এর বার্তা দিয়ে থাকেন প্রায়ই। আরও ফ্যাশনেবলও হয়েছেন কিন্তু।
5/5আপাতত আরতি রয়েছেন ইউরোপে। সেখান থেকে একের পর এখ ছবি শেয়ার করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। আপনাদের কেমন লাগল আরতির এই ভোলবদল?