Nitish could attend Event with Modi: ফের 'ঘর' বদলাবেন? রাহুলের সভায় না গেলেও মোদীর মঞ্চে থাকতে পারেন নীতীশ
Updated: 26 Jan 2024, 11:06 AM ISTবিরোধী জোটের অন্যতম রূপকার ছিলেন তিনি। মনে হয়ত বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বাসনাও ছিল। তবে যত সময় গড়িয়েছে, ততই যেন ইন্ডিয়া জোটের 'মোহ' কেটেছে নীতীশের মন থেকে। এই আবহে এবার নীতীশের এনডিএ জোটে ফিরে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি