বাংলা নিউজ > ছবিঘর > Bill on IIMs in Lok Sabha: স্বায়ত্তশাসন খর্ব হচ্ছে IIM-এর, সংসদে বিল পেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Bill on IIMs in Lok Sabha: স্বায়ত্তশাসন খর্ব হচ্ছে IIM-এর, সংসদে বিল পেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

 ভারতের সর্বপ্রথম সরকারি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হল জোকার আইআইএম। এরপর থেকে একে একে দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে একাধিক আইআইএম। বিশ্বের শ্রেষ্ঠ ম্যানেজমেন্ট স্কুলের তালিকায় জায়গা করে নিয়েছে এই সব প্রতিষ্ঠান। তবে এবার স্বায়ত্তশাসন খর্ব হতে চলেছে আইআইএম-এর।