বাংলা নিউজ > ছবিঘর > CFL 2023 Championship Equation: মোহনবাগানের বিরুদ্ধে হারলেও কি CFL জিততে পারবে মহমেডান? রইল পুরো হিসাব

CFL 2023 Championship Equation: মোহনবাগানের বিরুদ্ধে হারলেও কি CFL জিততে পারবে মহমেডান? রইল পুরো হিসাব

শুক্রবার কলকাতা ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং। সেই ম্যাচে জিতলেই টানা তৃতীয়বার কলকাতা লিগ জয়ের নজির গড়বে সাদা-কালো ব্রিগেড। কিন্তু মহমেডান যদি হেরে যায় বা ড্র করে, তাহলে কি সেই স্বপ্ন ভেঙে যাবে নাকি তারপরও লিগ জয়ের সুযোগ থাকবে ডেভিডদের হাতে? রইল পুরো অঙ্ক।