Celebs who died due to heart attack: গত কয়েক বছরে একাধিক সেলিব্রিটি যেমন সিদ্ধান্ত বীর সূর্যবংশী, সিদ্ধার্থ শুক্লা, রাজু শ্রীবাস্তব এবং আরও অনেকে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত এই তারকারা-
1/7হৃদরোগে চলে গিয়েছেন বলিউডের একাধিক তারকা। খুব অল্প বয়সেই প্রাণ গিয়েছে তাঁদের। সিদ্ধান্ত বীর সূর্যবংশী থেকে সিদ্ধার্থ শুক্লা, রাজু শ্রীবাস্তব এবং আরও সেলিব্রিটি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। দেখুন-
2/7সিদ্ধান্ত বীর সূর্যবংশী- জিম করতে করতে হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে যায় অভিনেতার, দ্রুত তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাত্র ৪৬ বছর বয়সেই প্রয়াত সিদ্ধান্ত।
3/7সিদ্ধার্থ শুক্লা- ২০২১ সালের ২ সেপ্টেম্বর প্রয়াত হয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। জিম করা শরীর, পেশীবহুল দেহ, আপাতদৃষ্টিতে ভীষণ ফিট মানুষটা যে হৃদরোগে আক্রান্ত হবেন তা ভাবতে পারেননি কেউই। বয়স ছিল মাত্র ৪১ বছর।
4/7রাজু শ্রীবাস্তব- গত ২১ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কমেডিয়ান। বয়স হয়েছিল ৫৮ বছর। জিমেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
5/7কেকে- নজরুল মঞ্চে গান গাইতে গাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন গায়ক কেকে। বয়স হয়েছিল ৫৩ বছর। চলতি বছর ৩১ মে চলে যান গায়ক।
6/7পুনিত রাজকুমার- কন্নর অভিনেতা পুনিত কুমার ২৯ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান।
7/7অরবিন্দ ত্রিবেদী- রামানন্দ সাগরের পৌরাণিক মহাকাব্য রামায়নে রাবণ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। ৮২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান।