বাংলা নিউজ > ছবিঘর > Chandrayaan 3 Lander and Rover: 'ফ্রিজ থেকে বের করে আনার মতো', ল্যান্ডার-রোভার জাগবে, আশা প্রাক্তন ISRO প্রধানের

Chandrayaan 3 Lander and Rover: 'ফ্রিজ থেকে বের করে আনার মতো', ল্যান্ডার-রোভার জাগবে, আশা প্রাক্তন ISRO প্রধানের

আজ কি চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান 'জেগে' উঠবে? চলছে সেই প্রতীক্ষা। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর প্রধান মাধবন নায়ার আশাবাদী যে ‘ঘুম’ থেকে ‘জেগে’ উঠলে ল্যান্ডার এবং রোভার। সেইসঙ্গে ‘জেগে’ ওঠার পর কী কী কাজ করবে, তাও জানিয়েছেন।