বাংলা নিউজ >
ছবিঘর >
Colour of Period blood : পিরিয়ডের স্রাবের রঙ দেখেই কি জানা যায় মহিলাদের শরীরের রোগ-জটিলতা থেকে বন্ধ্যত্বের লক্ষণ?
Colour of Period blood : পিরিয়ডের স্রাবের রঙ দেখেই কি জানা যায় মহিলাদের শরীরের রোগ-জটিলতা থেকে বন্ধ্যত্বের লক্ষণ?
Updated: 23 May 2022, 01:37 PM IST
লেখক Sritama Mitra
একই পিরিয়ড সাইকেলে পিরিয়ডের রক্তের রঙ পাল্টে যেতে পারে। শুরুর কয়েকদিনে যদি টকটকে লাল থাকে রঙ তা শেষের দিকে বাদামী হতে পারে। আবার তার উল্টোটা যেমন শুরুর দিকে বাদামী পরের দিকে লাল টকটকে হতে পারে।
1/6করোনাকালে মহিলাদের শরীরে পিরিয়ড ঘিরে নানান সমস্যা দেখা গিয়েছে অনেকের মধ্যে। ফলে জন্মেছে বহু কৌতূহল। তারই মধ্যে অন্যতম হল, পিরিয়ডের স্রাবের রঙ দেখে কি বোঝা যায় একজন মহিলার শরীরে কোনও রোগ জটিলতা দানা বেঁধেছে কী না! আবার অনেকের মনে প্রশ্ন জাগে যে, পিরিয়ডের স্রাবের রঙ দেখেই কী বোঝা যায় বন্ধ্যাত্ব শরীরে জন্ম নিয়েছে কী না? এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন চিকিৎসক অনন্যা আর। ছবি সৌজন্য (HT File Photo)
2/6চিকিৎসক বলছেন, পিরিয়ড শুরুর সময়ের পর কয়েক বছর বাদ থেকে স্রাবের রক্তের রঙ পাল্টাতে পারে। আবার একই পিরিয়ড সাইকেলে পিরিয়ডের রক্তের রঙ পাল্টে যেতে পারে। শুরুর কয়েকদিনে যদি টকটকে লাল থাকে রঙ তা শেষের দিকে বাদামী হতে পারে। আবার তার উল্টোটা যেমন শুরুর দিকে বাদামী পরের দিকে লাল টকটকে হতে পারে।
3/6তবে তিনি বলছেন, যদি মেনস্ট্রুয়াল ব্লাড খানিকটা হালকা রঙের হয়ে যেতে থাকে, তাহলে কিন্তু তা উদ্বেগের। রক্ত হতে পারে গাঢ় বা পার্পল রঙেরও ধাঁচেও। সঙ্গে থাকতে পারে পেটে ব্যথা, রক্ত জমাট বাঁধা, প্রচণ্ড প্রবাহের মতো ঘটনা। তবে চিকিৎসক অনন্যা জানাচ্ছেন রক্তের রঙ খুবই গাঢ় হতে থাকলে বা রঙ অন্যভাবে বদলাতে থাকলে কী কী করণীয়।
4/6চিকিৎসক অনন্যা আর বলছেন, 'পিরিয়ডের স্রাবে রক্তের রঙ বেশি গাঢ় হয়ে গেলে ক্লটিংয়ের সমস্যা থাকে। তাতে কনসিভ করার ক্ষেত্রে জটিলতা আসলেও আসতে পারে। রক্ত জমাট থাকলে তা প্ল্যাসেন্টাতে ক্ষতি করে।' এক্ষেত্রে কেউ চাইলে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন বলে জানাচ্ছেন তিনি। (ফাইল ছবি)
5/6পিরিয়ডের রঙ যদি উজ্জ্বল লাল হয়- চিকিৎসকরা বলছেন, যদি পিরিয়ডের স্রাবের রঙ উজ্জ্বল লাল হয়, তাহলে বুঝতে হবে তার সঙ্গে হালকা পেটব্যথা থাকবে। খুবই উজ্জ্বল রক্তের রঙ যদি হয়, তাহলে তা ফাইবারয়েড ইউটেরাসের চিহ্ন। এছাড়াও চিকিৎসকরা বলছেন এ থেকে বোঝা যায় মিসক্যারেজ, একটোপিক প্রেগনেন্সি, ইউটেরিন পলিপ।
6/6অস্বাভাবিক পিরিয়ড? যদি মনে হয় যে স্বাভাবিকতা থেকে সরে যাচ্ছে পিরিয়ডের চক্রের সময়কাল তাহলে একটু খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় যে পিরিয়ডের চক্রের সময় ঋতুস্রাব ধূসর, হলুদ, সবুজ, কমলা, যদি রঙ হয় তাহলে তা নিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে চিকিৎসকের সঙ্গে। সঙ্গে যদি দুর্গন্ধ যুক্ত স্রাব হয়, তাহলে কোনও সংক্রমণের চিহ্নও হতে পারে। রক্ত জমাট যদি বেশি পরিমাণে হয়, ৭ থেকে ৮ দিন ধরে যদি পিরিয়ড চলে তাহলে অবশ্যই যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।