বাংলা নিউজ > ছবিঘর > Tharoor on China Map Controversy: 'তাদের ভাষায় জবাব দেওয়া উচিত', চিনের মানচিত্রে অরুণাচল বিতর্কে আক্রমণাত্মক শশী থারুর

Tharoor on China Map Controversy: 'তাদের ভাষায় জবাব দেওয়া উচিত', চিনের মানচিত্রে অরুণাচল বিতর্কে আক্রমণাত্মক শশী থারুর

চিনের স্ট্যান্ডার্ম মানচিত্রে অরুণাচলপ্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দেখানো হয়েছে। যা নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সোমবার প্রকাশিত মানচিত্রে অরুণাচলপ্রদেশ এবং আকসাই চিনকে নিজেদের দেশের অংশ হিসেবেই দেখিয়েছে বেজিং। এই আবহে বেজিংকে তাদের ভাষতেই জবাব দেওয়ার পরামর্শ দিলেন শশী।