বাংলা নিউজ > ছবিঘর > Congress on Reservation: লোকসভা ২০২৪ এর আগে নজরে ভোটব্যাঙ্ক! সংরক্ষণের উর্ধ্বসীমা বাড়ানোর ডাক কংগ্রেসের

Congress on Reservation: লোকসভা ২০২৪ এর আগে নজরে ভোটব্যাঙ্ক! সংরক্ষণের উর্ধ্বসীমা বাড়ানোর ডাক কংগ্রেসের

কংগ্রেসের বার্তা,' কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের বর্তমান উচ্চসীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে।' উল্লেখ্য, বিজেপির জাতিভিত্তিক ভোটব্যাঙ্ক, হিন্দুত্ব তাসকে টক্কর দিতে কংগ্রেস এই মুহূর্তে সংরক্ষণ ইস্যুতে আস্থা রাখছে।