2/7প্রবীণ নাগরিকদের কি চিকিৎসকের অনুমতিপত্র লাগবে? কেন্দ্র জানিয়েছে, চিকিৎসকের অনুমতিপত্রের প্রয়োজন নেই। তবে তৃতীয় ডোজ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/7কতদিন পর করোনাভাইরাস টিকার ‘প্রিকশন ডোজ’ বা বুস্টার ডোজ পাবেন? করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ বা ন'মাস সম্পূর্ণ হওয়ার পরই পাওয়া যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7কোন টিকা পাবেন? কোনও ব্যক্তি করোনাভাইরাসের যে টিকার ডোজ নিয়েছেন, প্রিকশন ডোজের ক্ষেত্রেও সেই টিকা দেওয়া হবে। আগে যে টিকা দেওয়া হয়েছে, সেই টিকারই সতর্কতামূলক বা প্রিকশন ডোজ মিলবে। যাঁরা কোভ্যাক্সিন পেয়েছিলেন, তাঁরা কোভ্যাক্সিন পাবেন। যাঁরা প্রথম দু'বার কোভিশিল্ড পেয়েছেন, তাঁরা এবারও পাবেন কোভিশিল্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/7কো-উইন পোর্টালে কি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক? প্রিকশন ডোজ পাওয়ার জন্য কো-উইন পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। যাঁরা প্রিকশন ডোজ পাওয়ার যোগ্য, তাঁরা টিকাকেন্দ্রে গিয়ে সরাসরি টিকা নিতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/7যাঁরা করোনা টিকার প্রিকশন ডোজ পাওয়ার যোগ্য, তাঁদের নথিভুক্ত ফোন নম্বরে মেসেজ পাঠানো হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7কী কী নথি লাগবে? আগের দু'বার টিকা নেওয়ার সময় যে পরিচয়পত্র নিয়ে গিয়েছিলেন, এবারও সেই পরিচয়পত্র থাকলেই তৃতীয় ডোজ নিতে পারবেন। ভোটার কার্ড, আধার, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র নিয়ে গেলেই পেয়ে যাবেন তৃতীয় ডোজ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)