মোদী সরকারের চালু করা প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনার অধীনে মাসিক পেনশন পেতে পারেন বিবাহিত দম্পতিরা। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এদিকে এই বছরের বাজেটেই মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট প্রকল্পের ঘোষণা করা হয়েছে। আরও বেশ কিছু প্রকল্পে বিনিয়োগ করে ১.১ কোটি টাকা পর্যন্ত পেতে পারেন প্রবীণ নাগরিকরা।
1/7প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনা একটি সামাজিক নিরাপত্তা স্কিম। স্বামী-স্ত্রী দু’জনে এই স্কিমে বিনিয়োগ করে ৬০ বছর বয়সের পর এর সুবিধা নিতে পারবেন। এর অধীনে সুবিধাভোগীরা মাসিক পেনশন পাবেন। এই স্কিমটি পরিচালনার দায়িত্বে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ৬০ বছর বা তার বেশি বয়সের লোকেরা এই পেনশন প্ল্যানটি বেছে নিতে পারে। যদি স্বামী এবং স্ত্রী উভয়ের বয়স ৬০ বছর অতিক্রম করে থাকে, তাহলে তারা এই প্রকল্পে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। আগে বিনিয়োগের সীমা ছিল ৭.৫ লাখ টাকা। পরে তা দ্বিগুণ করা হয়।
2/7যদি স্বামী এবং স্ত্রী উভয়েই এই স্কিমের সুবিধা নিতে চান, তাহলে উভয়কেই সমান পরিমাণ বিনিয়োগ করতে হবে৷ এই স্কিমে ৭.৪ শতাংশ বার্ষিক সুদও পাওয়া যাবে। এভাবে আপনি মাসিক পেনশন হিসেবে পাবেন ১০ হাজার টাকা। এমনিতেএই স্কিমে এমন একটি পরিকল্পনাও রয়েছে যে শুধুমাত্র একজন ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আপনি যদি ৮,১০,৮১২ টাকা বিনিয়োগ করেন তবে আপনি মাসে ৫০০০ টাকা পেনশন পাবেন।
3/7২০২০ সালের ২৬ মে কেন্দ্রীয় সরকার এই স্কিমটি শুরু করেছিল। এই পরিকল্পনা ১০ বছর মেয়াদের। এই সময়কালে আপনার জমা করা টাকায় মাসিক পেনশন পেতে থাকবেন। আপনি যদি ১০ বছরের জন্য স্কিমে থাকেন, তাহলে ১০ বছর পরে আপনার বিনিয়োগ করা অর্থ ফেরত পাবেন। আপনি যেকোনও সময় এই স্কিমটি থেকে নিজের টাকা তুলে নিতে পারেন।
4/7এদিকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত বিনিয়োগ করা যাবে মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট প্রকল্পে। এই প্রকল্পে ৭.৫ শতাংশ সুদ পাবেন সঞ্চয়কারীরা। সর্বোচ্চ ২ লাখ টাকা রাখা যাবে এই অ্যাকাউন্টে। বাড়ির মহিলা সদস্যের নামে খুলতে হবে অ্যাকাউন্ট।
5/7সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ডিপোজিট সীমা ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হচ্ছে। বর্তমানে এই স্কিমে ৮ শতাংশ হারে সুদ মিলছে। এর ফলে এই প্রকল্পে বিনিয়োগ করে আগের থেকে দ্বিগুণ লাভবান হতে পারেন প্রবীণ নাগরিকরা।
6/7এছাড়া পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বর্তমানে সুদের হার ৭.১ শতাংশ। পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমে বিনিয়োগের সময়কাল হল ৫ বছর। ৫ বছরের মেয়াদ পূরণ হলে এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া যায় এবং পুনরায় বিনিয়োগও করা যায়। পোস্ট অফিসের এই বিনিয়োগ প্রকল্পে আগে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ছিল সাড়ে ৪ লক্ষ টাকা। সেখানেই বিনিয়োগের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হয়েছে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে বিনিয়োগের সীমা ১৫ লাখ।
7/7পূর্ব উল্লেখিত সবকটি স্কিমে যদি কোনও প্রবীণ নাগরিক একসঙ্গে বিনিয়োগ করেন, তাহলে সুদ বাবদই তাঁর মাসিক আয় হবে ৭০,৫০০ টাকা। এদিকে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১.১ কোটি টাকা।