বাংলা নিউজ > ছবিঘর > DA Protest demanding 7th Pay Commission: ডিএ আন্দোলনে নয়া মোড়? হকের দাবি আদায়ে ‘চূড়ান্ত ত্যাগে’ রাজি সরকারি কর্মীরা

DA Protest demanding 7th Pay Commission: ডিএ আন্দোলনে নয়া মোড়? হকের দাবি আদায়ে ‘চূড়ান্ত ত্যাগে’ রাজি সরকারি কর্মীরা

ডিএ আন্দোলনের সেঞ্চুরি পার হয়েছে। এই আবহে এবার শুরু হয়েছে 'ছুটি বিতর্ক'। নরমে-গরমে আন্দোলনরত সরকারি কর্মীদের দমাতে চাইছে শাসকদল। গত রবিবার এক অনুষ্ঠানে মন্ত্রী অখিল গিরি এই বিতর্ক উস্কে দিয়েছিলেন। এরপর গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও প্রায় একই সুর শোনা গিয়েছিল।