Debina Bonnerjee-Gurmeet Choudhary: সাত মাসের মেয়েকে কোলে নিয়ে ফের মা হয়েছেন বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। মেয়েকে নিয়ে বাড়ি ফিরেই দেখলেন এলাহি আয়োজন। কেক, বেলুন, ফেস্টুন, আলোয় সেজে উঠেছে তাঁদের বাড়ি। শেয়ার করলেন ঝলক-
1/5এক বছরের মধ্যে দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন গুরমিত চৌধুরি, দেবীনা বন্দ্যোপাধ্যায়। বড় মেয়ে জন্মের ৭ মাসের মাথায় আবার দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দেন দেবিনা। দুই মেয়েকে নিয়ে এখন ভরা সংসার দম্পতির।
2/5দ্বিতীয় সন্তান আগমনের পর বাড়িতে খুশির বন্যা। কীভাবে প্রথমবার ছোট মেয়ের গৃহপ্রবেশের আয়োজন করেছেন, সেই ছবি নেটমাধ্যমের পাতায় তুলে ধরেছেন দেবিনা। বাড়ি জুড়ে বেলুন, ফেস্টুনে সাজানো. সঙ্গে রয়েছে ওয়েলকাম কেক।
3/5সদ্যোজাতককে স্বাগত জানাতে উষ্ণ অভ্যর্থনার ব্যবস্থা করেছেন দেবিনা-গুরমিত। প্রি-ম্যাচিওর বেবি হয়েছে দেবিনার। তবে এখন মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। চলতি বছরের এপ্রিল মাসের ৩ তারিখ জন্ম হয়েছিল গুরমিত-দেবিনার মেয়ে লিয়ানার। এখনও ভালোভাবে হাঁটতেও শেখেনি সে, ইতিমধ্যেই দিদি হয়ে গিয়েছে সে।
4/5বাড়ির সদর দরজা বেলুন দিয়ে সাজানো, ধবধবে সাদা কেকের উপর ঘুমন্ত ছোট্ট পরী কেক। বছর ঘুরতে না ঘুরতেই ফের মা হলেন অভিনেত্রী। খবর শুনে অবাক সকলে।
5/5দেবিনার চারপেয়ে পোষ্য সাজানো ঘর থেকে অবাক। বাড়ির নতুন সদস্য আসায় সেও খুব উচ্ছ্বসিত জানিয়েছেন দেবিনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দ্বিতীয় সন্তান আগমনের পর বাড়ির এলাহি আয়োজনের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।