Delhi Mundka Fire: ‘দোষীদের ছাড়া হবে না’, দিল্লি অগ্নিকাণ্ডে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ঘটনায় ইতিমধ্যেই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
1/7দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার মুন্ডকা অগ্নিকাণ্ডের একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। আজকে ঘটনাস্থলেও যান দিল্লির মুখ্যমন্ত্রী। (PTI)
2/7এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মৃতদের পরিবার সদস্যদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে পুড়ে যাওয়া দেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। এদিন কেজরিওয়ালের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন। (PTI)
3/7উল্লেখ্য, গতকাল বিকেলেই দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা বিল্ডিংয়ে আগুন লাগে। আর তাতে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের কাছে প্রথম আগুন দেখা যায়। প্রথমে ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ২৪টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। (PTI)
4/7আগুনের গ্রাসে চলে যাওয়া বিল্ডিংটিতে মূলত বিভিন্ন সংস্থার অফিস ছিল। সেই অফিসের কর্মীদের অনেকেই অগ্নিকাণ্ডের জেরে আটকে পড়েন। ফায়ার ব্রিগেড আধিকারিকদের মতে, তারা বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ আগুনের খবর পেয়েছিলেন। এর পরে ৩০ টিরও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আগুনের কারণে ভবনটি সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়েছে। (PTI)
5/7পুলিশ জানিয়েছে, বিল্ডিং থেকে ৫০ জনেরও বেশি লোককে সুরক্ষিত ভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আরও কিছু লোক গভীর রাত পর্যন্ত ভবনের ভিতরে আটকে ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছিল। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। (Amit Sharma)
6/7ফায়ার ব্রিগেড এবং পুলিশের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও সেখানে ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত ছিল। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা এখন চিকিৎসাধীন রয়েছে। (Amit Sharma)
7/7একই সঙ্গে এই ভবনের মালিক হরিশ গোয়েল ও বরুণ গোয়েলকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। (REUTERS)