মার্কিন লেখিকা ই জঁ ক্যারলকে যৌন হেনস্থার দায়ে দোষী সাব্যস্ত হলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ক্যারলের সম্মানহানীর দোষেও দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। এই আবহে সেই লেখিকাকে ক্ষতিপূর্ণ বাবদ ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।
1/5উল্লেখ্য, লেখিকা ই জঁ ক্যারল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ সহ পাঁচটি অভিযোগ করেছিলেন। তবে মার্কিন জুরিরা ধর্ষণের অভিযোগ খারিজ করে দেন। তবে ক্যারলের বাকি অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। গতবছর ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ৭৯ বছর বয়সি লেখিকা। সেই প্রেক্ষিতেই চারটি অভিযোগের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। (AP)
2/5২০১৯ সালে প্রকাশিত একটি বই প্রথমবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ করেছিলেন ক্যারল। তাঁর দাবি, ১৯৯৬ সালে ম্যানহ্যাটানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডোনাল্ড তাঁকে ধর্ষণ করেন। যদিও ধর্ষণের অভিযোগ খারিজ হয়েছে। তবে যৌন হেনস্থার অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়েছে। (AP)
3/5এদিকে ক্যারলের দায়ের করা মামলাটি ফৌজদারি আদালতে ছিল না। সেটি সিভিল কেস ছিল। তাই কয়েক দশক পুরোনো সেই ঘটনায় জেলে যেতে হচ্ছে না ট্রাম্পকে। ৫০ লক্ষ ডলার জরিমানা হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪১ কোটি ৪ লক্ষ ৬০ হাজার টাকা। এই জরিমানা ক্যারলের মানহানির অভিযোগের প্রেক্ষিতে দিতে হবে ট্রাম্পকে। (AP)
4/5যদিও ট্রাম্প দাবি করেন, তিনি ক্যারলকে চেনেন না। তাঁর অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁর নামে কুৎসা রটানো হচ্ছে। এদিকে এর আগে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গেও ট্রাম্পের যৌনতার ঘটনা সামনে এসেছিল। সেই সম্পর্ক ধামাচাপা দিতে ট্রাম্প ঘুষও দিয়েছিলেন বলে অভিযোগ। ট্রাম্পের প্রাক্তন আইনজীবীর বয়ানের ভিত্তিতেই সেই মামলায় গ্রেফতার করা হয়েছিল ট্রাম্পকে। (AP)
5/5স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গ্রেফতার হলেও ট্রাম্পকে এক মুহূর্তও জেলে থাকতে হয়নি। আপাতত তিনি জামিনে মুক্ত। তবে আপাতত পুলিশ এবং জেল হেফাজত এড়ালেও সব ক’টি অভিযোগে যদি ট্রাম্পের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তাহলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ১৩৬ বছর জেলের সাজা হতে পারে। (AP)