রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রাক্কালে তাই অনেকের মনেই প্রশ্ন- কত বেতন পান ভারতের রাষ্ট্রপতি? কী কী সুবিধা পান তিনি? অবসর পরিকল্পনাও কেমন? রইল সব উত্তর
1/16ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনিই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন। (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)
2/16আর রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রাক্কালে তাই অনেকের মনেই প্রশ্ন- কত বেতন পান ভারতের রাষ্ট্রপতি? কী কী সুবিধা পান তিনি? অবসর পরিকল্পনাও কেমন? (ছবি সৌজন্যে এএনআই) (PTI)
3/16এটিই বিশ্বের কোনও দেশের সাংবিধানিক প্রধানের সবচেয়ে বড় বাসভবন। রাষ্ট্রপতি ভবনে ৩৪০টি ঘর রয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/16রাষ্ট্রপতি ভবনের করিডরই প্রায় ২.৫ কিলোমিটার। প্রায় ১৯০ একর জমি জুড়ে রয়েছে সুসজ্জিত বাগান। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
5/16রাষ্ট্রপতির সচিবালয়ে ৫ জন কর্মী কাজ করেন। রাষ্ট্রপতি ভবনে প্রায় ২০০ জন কর্মী রক্ষণাবেক্ষণের কাজ করেন। (ফাইল ছবি, সৌজন্য মিন্ট) (PTI)
6/16সিমলায় রাষ্ট্রপতির ছুটি কাটানোর জন্য রয়েছে প্রাসাদোপম বাংলো। নাম ‘রাষ্ট্রপতি নিবাস’। ছবি: টুইটার (PTI)
7/16রাষ্ট্রপতির নিবাস হিসাবে হায়দরাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়ম’ নামে একটি সুবিশাল অট্টালিকা রয়েছে। ছবি: টুইটার (PTI)
8/16রাষ্ট্রপতির বেতন মাসে ৫ লক্ষ টাকা। এর আগে, ২০১৭ সাল পর্যন্ত এটি অনেক কম ছিল, ১.৫ লক্ষ টাকা। তবে সপ্তম পে কমিশনের পর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন বৃদ্ধি পায়। ফাইল ছবি: পিটিআই (PTI)
9/16রাষ্ট্রপতি সারা জীবন বিনা খরচে চিকিত্সা পান। ছবি: টুইটার (PTI)
10/16রাষ্ট্রপতি ভবনে কর্মীদের বেতন, অতিথি আপ্যায়ন, খাওয়া-দাওয়ার এলাহি আয়োজনের জন্য ২ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ থাকে। ছবি: এএনআই। (PTI)
11/16রাষ্ট্রপতি সবসময়েই প্রায় ১৫-২০টি গাড়ির কনভয় নিয়ে যাতায়াত করেন। তাঁর জন্য থাকে বুলেট ও বম্ব-প্রুফ কালো মার্সিডিজ বেঞ্জ S600L-পুলম্যান লিমুজিন। দাম প্রায় ১০ কোটি টাকা। ফাইল ছবি: মার্সিডিজ বেঞ্জ (PTI)
12/16রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী/স্বামী বিশ্বের যেকোনও দেশে বিনা খরচে ভ্রমণ করতে পারেন। ফাইল ছবি: পিটিআই (PTI)
13/16অবসরের পর রাষ্ট্রপতি মাসে ১.৫ লক্ষ টাকা পেনশন পাবেন। তাঁর স্ত্রী-ও মাসে ৩০ হাজার টাকা করে পাবেন। (ছবি সৌজন্য এএনআই) (PTI)
14/16শুধু তাই নয়। প্রাক্তন রাষ্ট্রপতির নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে তাঁদের সুবিশাল, প্রথম গ্রেডের সরকারি বাংলোয় থাকার ব্যবস্থা করা হয়। (ছবি-ইনস্টাগ্রাম) (PTI)
15/16অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতিরা তাঁদের ব্যক্তিগত কর্মীদের বেতন বাবদ বছরে ৬০ হাজার টাকা পান। ফাইল ছবি: টুইটার (PTI)
16/16অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী সারাজীবন বিনা খরচে বিমান বা ট্রেনে ভ্রমণ করতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক @aaikolairport) (PTI)