East Bengal ISL play-off equation: বেঙ্গালুরুকে হারিয়ে ISL-এ ছয়ে উঠল ইস্টবেঙ্গল, কীভাবে প্লে-অফে যাবে? রইল অঙ্ক
Updated: 07 Apr 2024, 09:31 PM ISTরবিবাসরীয় সন্ধ্যায় বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। আর সেই জয়ের ফলে আইএসএলের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এল। ফলে প্লে-অফের লড়াই আরও জমে উঠল। যে প্লে-অফে ইতিমধ্যে পাঁচটি দল উঠে গিয়েছে। কীভাবে ষষ্ঠ দল হিসেবে প্লে-অফে যাবে ইস্টবেঙ্গল? রইল পুরো অঙ্ক।
পরবর্তী ফটো গ্যালারি