Edible Oil Prices: পাম তেলের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্দোনেশিয়া। যা বিশ্বের সর্ববৃহৎ পাম তেলের উৎপাদক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কার পর ইন্দোনেশিয়ার সেই সিদ্ধান্ত ভারতের বাজারে সরষের-সহ ভোজ্য তেলের দাম বেড়ে যায়। অবশেষে পাম তেলের রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইন্দোনেশিয়া।
1/5পাম তেলের রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চলেছে ইন্দোনেশিয়া। আগামী সপ্তাহ থেকেই সেই নিয়ম কার্যকর হবে। তার ফলে ভারতের বাজারেও সরষের তেল-সহ বিভিন্ন ভোজ্য তেলের দাম কমতে চলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5গত ২৮ এপ্রিল আচমকা পাম তেল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্দোনেশিয়া। যে দেশ বিশ্বের সর্ববৃহৎ পাম তেল উৎপাদক। ভারতের বাণিজ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ধারণ ক্ষমতার সীমা পেরিয়ে গিয়েছে ইন্দোনেশিয়া। তার জেরে বাধ্য হয়ে পাম তেলের রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে হেঁটেছে এশিয়ার দেশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5এমনিতে প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে প্রায় ৮০ লাখ টন পাম তেল আমদানি করে ভারত। যা দেশের ৪০ শতাংশ ভোজ্য তেলের চাহিদা পূরণ করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5বিষয়টি নিয়ে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায় জানান, চাহিদার তুলনায় ইন্দোনেশিয়ায় ঢের বেশি পাম তেল তৈরি হয়। তাই পাম তেলের রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা যে তুলে নেওয়া হবে, তা প্রত্যাশিত ছিল। তবে যে সময় সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হয়েছিল, তার অনেক আগেই সেই পথে হাঁটল ইন্দোনেশিয়া। তার ফলে ভারতীয় বাজারে যে মুদ্রাস্ফীতি লাফিয়ে বেড়েছিল, তা নিয়ন্ত্রণে আসবে। কমবে দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5এমনিতে প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে প্রায় ৮০ লাখ টন পাম তেল আমদানি করে ভারত। যা দেশের ৪০ শতাংশ ভোজ্য তেলের চাহিদা পূরণ করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)