বাংলা নিউজ > ছবিঘর > ED questionnaire for Nusrat Jahan: সাংবাদিকদের প্রশ্ন শুনেই রেগে গিয়েছিলেন, আজ কীভাবে ইডিকে সামলাবেন নুসরত?

ED questionnaire for Nusrat Jahan: সাংবাদিকদের প্রশ্ন শুনেই রেগে গিয়েছিলেন, আজ কীভাবে ইডিকে সামলাবেন নুসরত?

তাঁর বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করছে হাতে ফাইল নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন অভিনেতা-সাংসদ নুসরত জাহান। তবে সেখানে এক সাংবাদিকের প্রশ্নে খাপ্পা হয়ে চলে গিয়েছিলেন তিনি। তবে আজ ইডির অফিসে হয়ত সেই একই প্রশ্নের মুখে পড়তে হবে নুসরতকে।