Riya Sen MMS Story: শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন রিয়া সেন। বলিউডের অনেক ছবিতে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। একাধিক হিট ছবিতে কাজ করলেও একটি MMS-এ কেরিয়ার বরবাদ হয়ে যায় রিয়ার।
1/7হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু ও তামিল ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী রিয়া সেন। ৪২ বছর বয়সেও তাঁর লাস্যের ছটায় মুগ্ধ নেটপাড়া। তাঁর ফিটনেস যে কারওকে অবাক করবে। ১৯৯৮ সালে ১৭ বছর বয়সে ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিয়ো 'ইয়াদ পিয়া কি আনে লাগি'-তে রিয়া প্রথম পরিচিতি পান।
2/7এরপর একাধিক সিনেমা, মিউজিক ভিডিয়ো এবং ফ্যাশন শোতে হাজির হয়েছেন অভিনেত্রী। রাজ পরিবারের মেয়ে রিয়া। তাঁর বাবা ভারত দেব বর্মা ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। কোচবিহারের রাজকুমারী ইলা দেবীর পুত্র এবং জয়পুরের মহারানি গায়ত্রী দেবীর ভাগ্নে ভরত দেব।
3/7রিয়ার মা মুনমুন সেন এবং দিদিমা মহানায়িকা সুচিত্রা সেন। মাত্র ৫ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন রিয়া। প্রথমবার পর্দায় মা মুনমুন সেনের মেয়ের চরিত্রে অভিনয় করেন রিয়া। পরে ১৯৯১ সালে ‘বিষকন্যা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন।
4/7২০০১ সালে এন চন্দ্র পরিচালিত কম বাজেটের কমেডি ফিল্ম ‘স্টাইল’-এ তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে একাধিক হিট ছবিতে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে 'ঝাংকার বিটস', 'দিল ভিল প্যায়ার ভেয়ার', 'কেয়ামত' এবং 'আপনা স্বপ্ন মানি মানি'-এর মতো ছবি।
5/7কাজের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশি লাইমলাইটে ছিলেন রিয়া। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অক্ষয় খান্না থেকে লেখক সলমন রুশদির সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। রুশদি ও রিয়া তাদের সম্পর্কের কথা জনসম্মুখে স্বীকার না করলেও কিছুদিন পর তাদের পথও আলাদা হয়ে যায়। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীশান্তের সঙ্গেও নাম জড়িয়েছিল রিয়ার।
6/7২০০৫ সালে অভিনেতা অস্মিত প্যাটেলের সঙ্গে নাম জড়িয়েছিল রিয়ার। উভয়ের একটি এমএমএম ফাঁস হয়েছিল। সেখান থেকেই সৃষ্টি হল নানা বিতর্ক। মিডিয়া রিপোর্ট অনুসারে, সেই সময়ে বেশ কয়েকজন অভিনেত্রীকে অভিযুক্ত করেছিল এ বিষয়। মনোযোগ আকর্ষণের জন্য ইচ্ছাকৃতভাবে নিজের এমএমএম ফাঁস করেছিলেন রিয়া, দাবি করেছিলেন একাংশ। যদিও ভাইরাল ভিডিয়োটিকে মিথ্যে বলে দাবি করেছিলেন রিয়া এবং অস্মিত দুজনে।
7/7যদিও এমএমএস ফাঁস হওয়ার পরই অভিনেত্রীর কেরিয়ারের উপর বিশেষ প্রভাব পড়েছিল। এবং নায়িকার কেরিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। রিয়া বলিউড থেকে নিজেকে দূরে রাখতে বাধ্য হন, যদিও তিনি অভিনয় বন্ধ করেননি। এখনও অন্যান্য ভাষার ছবিতে কাজ করেন রিয়া। ২০১৭ সালে প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিয়া।