এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) সভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৯ এবং ৩০ জুলাই। EPFO-এর এই বৈঠকে কেন্দ্রীয় পেনশন বণ্টন ব্যবস্থা স্থাপনের প্রস্তাব বিবেচনা করা হবে এবং তাতে অনুমোদন দেওয়া হতে পারে। এই ব্যবস্থা চালু হলে ৭৩ লাখ পেনশনভোগীর অ্যাকাউন্টে একযোগে পেনশনের টাকা পাঠানো যাবে।
1/3২৯ এবং ৩০ জুলাই EPFO-এর গুরুত্বপূর্ণ বোর্ড সদস্যদের বৈঠক হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় পেনশন বণ্টন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাবও এই বৈঠকে রাখা হবে। এই ব্যবস্থা স্থাপনের পর ১৩৮টি আঞ্চলিক অফিসের ডেটাবেসের ভিত্তিতে পেনশন বিতরণ করা হবে। এমনটা হলে একসঙ্গে ৭৩ লাখ পেনশনভোগীকে পেনশন দেওয়া হবে। (MINT_PRINT)
2/3বর্তমানে পেনশনভোগীদের অভিযোগ, তাঁরা সময়মতো পেনশন পান না। আঞ্চলিক অফিস বর্তমানে বিভিন্ন তারিখে পেনশনভোগীদের চাহিদার কথা মাথায় রেখে অর্থ স্থানান্তর করে। (MINT_PRINT)
3/3২০২১ সালের ২০ নভেম্বর অনুষ্ঠিত ২২৯তম সভায়, কেন্দ্রীভূত আইটি ভিত্তিক সিস্টেমের বিকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। শ্রম মন্ত্রক বৈঠকের পরে বলেছিল যে সমস্ত কেন্দ্র কেন্দ্রীয় আইটি ডেটাবেসে স্থানান্তরিত করা হবে। বর্তমানে, EPFO-এর ১৩৮টি আঞ্চলিক অফিস সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পেনশন স্থানান্তর করতে পারে। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)