FASTags new rules from 1st February: এইসব FASTag কাজ করবে না ১ ফেব্রুয়ারি থেকে! প্রচুর টাকা থাকলেও লাভ নেই, কী করবেন?
Updated: 16 Jan 2024, 03:51 PM ISTটোলট্যাক্সে এখন FASTag অত্যন্ত গুরুত্বপূর্ণ। FASTag থাকলে আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয় না। চট করে টাকা দিয়ে বেরিয়ে যাওয়া যায়। যে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমের মাধ্যমে সরাসরি উপভোক্তার সেভিংস অ্যাকাউন্ট থেকে টোলের টাকা কেটে নেওয়া হয়। সেই সংক্রান্ত নিয়ম পালটে যাচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি