G20 Dinner: আমন্ত্রিত নন খাড়গে, জি২০ নৈশভোজে বয়কট করতে পারেন ৩ কংগ্রেসি মুখ্যমন্ত্রী, তবে উলটো পথে হাঁটতে পারেন ১
Updated: 09 Sep 2023, 06:54 AM ISTআজ দিল্লির ভারত মণ্ডপে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমন্ত্রণে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেই নৌশভোজে অবশ্য আমন্ত্রিত নন কংগ্রেস প্রধান তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। যা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় কংগ্রেস। এই আবহে হাত শিবিরের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি