New pension scheme of govt employees: পেনশন খাতে সরকারি কর্মীদের আরও লাভ হবে? বাজেটেই NPS নিয়ে পেশ হতে পারে রিপোর্ট
Updated: 10 Jan 2024, 08:20 PM IST Old Pension Scheme, National Pension Scheme, NPS, Pension, Central Govt Employees, Budget 2024, Nirmala Sitharaman, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, বাজেট ২০২৪, ন্যাশনাল পেনশন স্কিম, National Pension System Ayan Das 10 Jan 2024পুরনো পেনশন প্রকল্প বনাম নয়া পেনশন প্রকল্প - সেটা নিয়ে সংঘাত থামার কোনও লক্ষণ নেই। তবে কেন্দ্রীয় সরকার যে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনছে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে নয়া পেনশন প্রকল্পের আওতায় যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও বেশি লাভবান হন, সেই চেষ্টা করা হচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি