রবিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যো...
more
রবিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4ধনু- লেখালেখি ও গবেষণা সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। পরিবারের স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে। ব্যয় বাড়বে। সন্তানের স্বাস্থ্য বিকার সম্ভব। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। অর্থ লাভের যোগ রয়েছে।
2/4মকর- কথাবার্তায় ভারসাম্য থাকবে। পরিবারের সঙ্গ লাভ করবেন। ব্যবসায় উন্নতি হবে। আয় বৃদ্ধি হবে। স্বাস্থ্যের যত্ন নিন। আলস্য বাড়বে। যাত্রার যোগ রয়েছে।
3/4কুম্ভ- জীবনসঙ্গীর সঙ্গ লাভ করবেন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়িক সমস্যায় মনোনিবেশ করুন। কোনও বন্ধুর সহযোগিতায় আয়ের উৎস বিকশিত হতে পারে। পরিবারে পারস্পরিক মতভেদ হতে পারে।
4/4মীন- স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় উন্নতির জন্য মায়ের কাছ থেকে অর্থ লাভ করতে পারেন। মা-বাবার সঙ্গে বিচারধারায় মতভেদ হতে পারে। আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে। শিক্ষা কাজে সাফল্য লাভ করবেন।