IAS Tina Dabi's Ex-Husband Athar Amir Khan Engaged: নয়া জীবন শুরু করলেন আইএএস অফিসার টিনা দাবির প্রাক্তন স্বামী তথা আইএএস অফিসার আথার আমির খান। শনিবার সেরে ফেললেন বাগদান। শ্রীনগরে একটি অনুষ্ঠানে মেহরিন কাজির সঙ্গে আংটি বদল করেন আথার। দেখুন সেই ছবি -
2/7বাগদান সেরে ফেললেন আইএএস অফিসার টিনা দাবির প্রাক্তন স্বামী তথা আইএএস অফিসার আথার আমির খান। মেহরিন কাজির সঙ্গে তাঁর আংটি বদল হয়ে গিয়েছে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম dr_mehreen)
3/7শনিবার মেহরিন এবং আথার দু'জনেই ইনস্টাগ্রামে বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন। আথার শুধু লেখেন, 'বাগদান।' মেহরিন লেখেন, 'বাগদান। #মেহের (মেহরিন এবং আথার মিলিয়ে)।' (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম atharaamirkhan)
4/7শ্রীনগরের রয়্যাল স্প্রিংস গলফ কোর্সে আথার এবং মেহরিনের বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। একেবারে জাঁকজমকের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দু'জনকেই অসাধারণ লাগছিল। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkstudioz)
5/7২০১৮ সালের ৭ এপ্রিল বিয়ে হয়েছিল টিনা এবং আথারের। দু'জনেই আইএএস টপার ছিলেন। ট্রেনিংয়ের সময় দেখা হয়েছিল। ট্রেনিংয়ের পর ২০১৮ সালে বিয়ে করেছিলেন। যা শিরোনামে উঠে এসেছিল। তবে গত বছরের ১০ অগস্ট তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম)
6/7তারপর চলতি বছরের এপ্রিলে নয়া জীবন শুরু করেন আইএএস অফিসার টিনা। ১৩ বছরের বড় আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। (ছবি সৌজন্যে টুইটার)
7/7টিনার পর এবার নয়া জীবন শুরু করলেন আথার। পাশে থাকলেন মেহরিন। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম kkstudioz)