আধার কার্ড বর্তমানে প্রতিটি ভারতবাসীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। আধার কার্ড ছাড়া প্রায় কোনও কাজ করা যায় না, কোনও সরকারি সুবিধা পাওয়া যায় না।
1/4দীর্ঘ কয়েকবার মেয়াদ বাড়ানোর পর শেষ পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের তরফে বলা হয় যে ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ বাধ্যতামূলক। এই আবহে ২৯ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে সিবিডিটি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
2/4২৯ মার্চ বিজ্ঞপ্তি জারি করে সিবিডিটি জানায়, ৩১ মার্চের মধ্যে আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের কাজ সম্পন্ন না হলে জরিমানা দিতে হবে। তবে প্রাথমিক ভাবে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/4সিবিডিটির তরফে জানানো হয়েছে, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে যদি প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্ত করা হয়, তাহলে ৫০০ টাকা জরিমানা দিয়ে লিংকের কাজ করা যাবে। ফাইল ছবি : এএনআই (PTI)
4/4সিবিডিটি আরও বলেছে, যদি ৩১ মার্চের পর তিন মাসের মধ্যেও কেউ প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্ত না করায়, সেক্ষেত্রে পরবর্তীতে আধার-প্যান সংযুক্তিকরণে ১০০০ টাকা দিতে হবে। (PTI)