বাংলা নিউজ > ছবিঘর > Import Curbs on Laptop, PCs: বিদেশি ল্যাপটপ আমদানিতে কবে থেকে চাপবে বিধিনিষেধ? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ

Import Curbs on Laptop, PCs: বিদেশি ল্যাপটপ আমদানিতে কবে থেকে চাপবে বিধিনিষেধ? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ

কয়েক মাস আগেই ল্যাপটপ এবং কম্পিউটার আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের ঘোষণা করেছিল সরকার। পরে জানানো হয়, এখনই সেই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। এই আবহে জানা গেল এই বিধিনিষেধ আরোপের সম্ভাব্য দিনক্ষণ। এদিকে ল্যাপটপ ও কম্পিউটার আমদানি সংক্রান্ত তথ্য এবার থেকে সরকারি পোর্টালে জমা করতে হবে।