২ কোটি টাকার কম পরিমাণের স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধির ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাঙ্ক। ২৯ অক্টোবর থেকে নয়া এই সুদের হার প্রযোজ্য হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, সর্বোচ্চ ৯০ বেসিস পয়েন্ট বা ০.৯ শতাংশ হারে সুদ বৃদ্ধি করা হয়েছে স্থায়ী আমানতের উপর।
1/5ব্যাঙ্কটি এখন ৭ থেকে ২৯ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর ২.৮ শতাংশ, ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর ৩ শতাংশ, ৪৬ থেকে থেকে ৯০ দিন মেয়াদী আমানতের উপর ৩.২৫ শতাংশ সুদ দিচ্ছে৷
2/5তাছাড়া ৯১ থেকে ১২০ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর ৩.৫ শতাংশ, ১২১ থেকে ১৮০ দিনের স্থায়ী আমানতের জন্য ৩.৮৫ শতাংশ, ১৮১ থেকে ৯ মাসের আমানতের জন্য ৪.৫ শতাংশ সুদের হার দিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। এদিকে ৯ মাস থেকে ১ বছরের কম সময়ের স্থায়ী আমানতে ৪.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/5এদিকে এক বছর মেয়াদের আমানতের উপর সুদের হার ৫.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.১ শতাংশ করা হয়েছে। এক থেকে দুই বছরের মেয়াদের স্থায়ী আমানতের উপর সুদের হার ৫.৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬.৩ শতাংশ করা হয়েছে। এছাড়া ২ থেকে ৩ বছরের আমানতের উপর সুদের হার ৫.৬ শতাংশ বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হয়েছে।
4/5এদিকে তিন থেকে পাঁচ বছরের জন্য সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে। এবং ৫ বছরের বেশি সমেয়র জন্য স্থায়ী আমানতের উপর সুদের হার ৫.৬৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৩ শতাংশ করা হয়েছে।
5/5এদিকে ১০ কোটি টাকা পর্যন্ত স্থায়ী আমানতের উপর প্রবীণ নাগরিকদের প্রতি বছর ০.৫% অতিরিক্ত হারে সুদ দেওয়া হবে। ৫ থেকে ১০ বছর মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা বর্তমান হার থেকে অতিরিক্ত ০.২৫% হারে সুদ পাবেন। এদিকে সাধারণ আমানতকারীদের তুলনায় অশীতিপর আমানতকারীরা ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত ৭৫ বেসিস পয়েন্ট বা ০.৭৫ শতাংশ হারে সুদ পান।