ISL 2023-24: অস্ত্রোপচার হয়েছে নন্দর, বাকি মরশুমের জন্য ছিটকে গেলেন EBFC তারকা- রিপোর্ট
Updated: 30 Mar 2024, 09:48 PM ISTনন্দকুমার পাইলসের সমস্যায় ভুগছিলেন কিছু দিন ধরেই। তা নির্মূলের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তা করানো হয়েছে সম্প্রতি। টিম সূত্রের খবর, পুরোদমে মাঠে ফিরতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে নন্দর। এই মরশুমে তাঁর ফেরার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
পরবর্তী ফটো গ্যালারি