IT Return Changes in 2023: চাকরি করেন? বছর শেষে আয়কর রিটার্নের এই পাঁচ পরিবর্তনের বিষয়ে জানুন অবশ্যই
Updated: 29 Dec 2023, 12:10 PM ISTচলতি অর্থবর্ষ থেকে আয়কর বিধিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। আয়কর স্ল্যাব থেকে ট্যাক্স রিবেটের সীমা বদলেছে। ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হয়েছে এই নয়া নিয়মগুলি। বছর শেষে ফের একবার চোখ বুলিয়ে নিন আয়কর দফতরের এই সংক্রান্ত ঘোষণাগুলির ওপরে।
পরবর্তী ফটো গ্যালারি