বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। বাড়ানো হল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা।
1/5সময়সীমা অতিক্রমের পর কেটে গিয়েছে প্রায় দু'সপ্তাহ। আবার ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
2/5মঙ্গলবার আয়কর দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ নভেম্বর। পরে তা বাড়িয়ে করা হয়েছিল ৩১ ডিসেম্বর। এবার তা আরও বাড়িয়ে ১৫ মার্চ করা হচ্ছে। (ছবিটি প্রতীকী)
3/5কী কারণে সেই সময়সীমা বাড়ানো হয়েছে? করোনাভাইরাস পরিস্থিতি এবং ই-ফাইলিংয়ের ক্ষেত্রে করদাতারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তা বিবেচনা করেই আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী)
4/5নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আয়কর আইনের ২৩৪এফ ধারার আওতায় ‘লেট ফাইন’ দিতে হবে। সর্বাধিক ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5নিয়ম অনুযায়ী, আয়কর আইনের ওই ধারার আওতায় চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত জরিমানা দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা যেতে পারে। যদিও কারও বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম হয়, তাহলে তাঁকে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে যাঁদের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম, তাঁদের কোনও ‘লেট ফাইন’ দিতে হবে না। (ছবিটি প্রতীকী)