Jasprit Bumrah becomes father: এশিয়া কাপের মধ্যেই বাবা হলেন বুমরাহ, ছেলে নাকি মেয়ে হল? পোস্ট করলেন ছবি
Updated: 04 Sep 2023, 12:00 PM ISTএশিয়া কাপের মধ্যেই ‘ব্যক্তিগত’ কারণে মুম্বইয়ে চলে আসেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তখনই একটা কানাঘুষো শোনা গিয়েছিল। অবশেষে তাতে সিলমোহর পড়ল। স্ত্রী সঞ্জনা গণেশনের পাশে থাকতে মুম্বইয়ে চলে আসেন বুমরাহ। আর বাবা-মা একসঙ্গে সন্তানকে স্বাগত জানান।
পরবর্তী ফটো গ্যালারি