Jio Tariff Hike Chance: এবার কি জিও-র প্ল্যানে খরচ বাড়বে? বড় বক্তব্য রাখলেন সংস্থার প্রেসিডেন্ট
Updated: 30 Oct 2023, 02:25 PM IST৪জি এখন অতীত। দেশের বহু জায়গাতেই পৌঁছে গিয়েছে ৫জি। এই আবহে জিও-র দাবি, খুবই দ্রুত গতিতে দেশের সর্বত্র ৫জি ছড়িয়ে দিচ্ছে তারা। তবে আপাতত ৪জি-র দামেই ৫জি পরিষেবা দিচ্ছে জিও। তবে এবার কি ধীরে ধীরে ৫জি-র প্ল্যানের দাম বাড়তে চলেছে? এই নিয়ে এবার মুখ খুললেন সংস্থার প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন।
পরবর্তী ফটো গ্যালারি