বাংলা নিউজ > ছবিঘর > Joka-BBD Bag Metro Tunnel Update: জোকা-বিবাদী বাগ মেট্রো রুটের টানেল তৈরি শুরু কবে থেকে? ছোট্ট ধাপে শুরু বড় কাজ

Joka-BBD Bag Metro Tunnel Update: জোকা-বিবাদী বাগ মেট্রো রুটের টানেল তৈরি শুরু কবে থেকে? ছোট্ট ধাপে শুরু বড় কাজ

জোকা থেকে বিবাদী বাগ রুটে ইতিমধ্যেই তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। এবার মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৫ কিমি টানেল তৈরির জন্য একটি সংস্থাকে বেছে নেবে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে বহু সংস্থা এই কাজের বরাত পেতে টেন্ডারে অংশ নিয়েছে। তাদের দরপত্র খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ।

অন্য গ্যালারিগুলি