Joka to Majherhat Metro service: নববর্ষে সুখবর, ‘ডেডলাইন’-র আগেই চালু হবে মাঝেরহাট স্টেশন, কবে থেকে মেট্রো ছুটবে?
Updated: 15 Apr 2023, 08:13 AM ISTইতিমধ্যে পার্পল লাইনে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলছে। এবার মাঝেরহাট মেট্রো স্টেশন নিয়েও বড় সুখবর মিলল। মাঝেরহাট মেট্রো স্টেশন চালু করার জন্য যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তা এক মাস এগিয়ে আনা হল। কবে থেকে মেট্রো পরিষেবা চালু হবে, তা দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি