প্রতিটি পরিযায়ী শ্রমিককে 'বাংলাদেশি' বলাটা ভয়ঙ্কর ব্যাপার- বলছেন হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি
Updated: 15 Sep 2023, 10:44 PM ISTবিচারপতি মুরলীধর মনে করিয়ে দেন, যে ভারত সবসময়ই পরিযায়ী ও অভিবাসীদের দেশ এবং সীমান্ত ইস্যু শুধুমাত্র রাজনৈতিক।
এস মুরলীধর বলছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য ‘বাংলাদেশি’ শব্দটি ব্যবহার অভিবাসী, উদ্বাস্তু এবং আশ্রয়প্রার্থীদের প্রতি অন্যায় আচরণের দিকে পরিচালিত করার সামিল। তিনি বলছেন,' প্রতিটি পরিযায়ীর জন্য বাংলাদেশি শব্দটিব ব্যবহার রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে একটি বিপজ্জনক শব্দ।' একইসঙ্গে তিনি বলছেন, ‘সর্বদা, অভিবাসী, উদ্বাস্তু এবং আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতার যুক্তি উপস্থাপন করা হয় এবং তা আরও বেশি তীব্রতার সাথে করা হয়।’
(AP)