KKR vs SRH, IPL 2024: মুম্বইয়ে তারিফ পাননি, কলকাতা দলে সুযোগ পেয়েই কামাল করলেন অনামী রমনদীপ
Updated: 23 Mar 2024, 09:40 PM ISTচারটি ছক্কা এবং একটি চারের হাত ধরে ১৭ বলে ঝোড়ো ৩৫ করেন রমনদীপ। সল্ট-রমনদীপ জুটি ষষ্ঠ উইকেটে ৫৪ রান যোগ করেন। প্রস্তুতি ম্যাচেও ৪ বলে ১৬ রান করে নজর কেড়েছিলেন রমনদীপ। হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ঝোড়ো মেজাজে খেললেন। ২০৫.৮৮ স্ট্রাইকরেটে এই রান করেন রমনদীপ।
পরবর্তী ফটো গ্যালারি