Ratanti Kali Puja: আগামীকাল চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে? কেন এই পুজোকে বলা হয় রটন্তী কালীপুজো, জেনে নিন এখান থেকে।
1/9আগামীকাল রটন্তী কালীপুজো। এই পুজোয় বিশেষভাবে মায়ের পূজো করা হয়। এই পুজো চতুর্দশী তিথিতে হয়। মায়ের পুজোর জন্য অমাবস্যা তিথি বিশেষ হলেও এই রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশী তিথিতে হয়। (ছবি সৌজন্য পিটিআই)
2/9মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালীপুজো হয়। বিভিন্ন জায়গায় অনেক মন্দির এবং অনেকের বাড়িতেও রটন্তী কালীপুজো হয়। চলুন জেনে নেওয়া যাক এবার চতুর্দশী তিথিতে মায়ের পুজো কখন শুরু হবে।(PTI Photo/Swapan Mahapatra) (PTI26-04-2020_000083B)
3/9আগামীকাল সকাল ৯:৫৯ মিনিট থেকে চতুর্দশী তিথি শুরু হবে এই তিথি শেষ হবে ২১ জানুয়ারি ভোর ৬ টা ১৭ মিনিটে। রটন্তী কথাটির অর্থ হচ্ছে রটে যাওয়া। মায়ের মহিমার কথা চারিদিকে রটেছিল আর সেই থেকে এই পুজোর উত্পত্তি বলে এর নাম হয়েছে রটন্তী।
4/9এর সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের পৌরাণিক কাহিনী, যেখানে শ্রী রাধা কৃষ্ণের বাঁশি শুনে যখন রাত্তিরে ছুটে এসেছিলেন কুঞ্জ বনে শ্রীকৃষ্ণের কাছে। সেই সময় তার দুই ননদ জটিলা কুটিলা তাকে তার স্বামী আয়ান ঘোষের কাছে ধরিয়ে দেওয়ার জন্য তার পিছু নিয়েছিল এবং পরে আয়ান ঘোষকে সে কথা বলে বিশ্বাস করাতে না পেরে তারা আয়ান ঘোষকে সেই জায়গায় নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিল। (ছবি সৌজন্যে- ইস্কন)
5/9আয়ান ঘোষ এসে দেখেছিলেন শ্রীরাধা মা কালীর পদ সেবা করছেন যে কালী তার আরাধ্যা দেবী। এই দৃশ্য দেখে আপ্লুত হয়েছিলেন আয়ান ঘোষ, যে কালী তার আরাধ্যা তারই শ্রী চরণে বসে শ্রী রাধা, সেদিন তিনি দিকে দিকে তার কালী দর্শনের কথা ছড়িয়ে দিয়েছিলেন। দিনটা ছিল চতুর্দশী তিথি। সেই দিন থেকে বিশেষভাবে এই কালীপুজোর প্রচলন হয়েছিল। (ANI Photo)
6/9এই ঘটনার দ্বারা কৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন কৃষ্ণ আর কালিতে কোনও ভেদ নেই। এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের লোকেদের কাছেই খুব বিশেষ। এই দিনেই দক্ষিণেশ্বরে একই সাথে কৃষ্ণ ও কালীর পূজা করা হয়।
7/9আবার এই দিনটির সঙ্গে জড়িয়ে চতুর্দশী তিথি যে তিথিতে ভগবান শিবের পুজো করা হয় তাই শুধু বৈষ্ণব বা শাক্ত নয়, শৈব উপাসনায় রত যারা, তাদের কাছেও এই দিনটি বিশেষ। দক্ষিণেশ্বরে রটন্তী কালী পুজো বিশেষভাবে পালন করা হয়ে থাকে।(ছবি সৌজন্য ফেসবুক)
8/9বিশ্বাস অনুযায়ী যাদের দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে, যারা কোনও কারণে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত, তারা রটন্তী কালীপুজোর দিন মায়ের আরাধনা করে বিশেষভাবে সফলতা পেতে পারেন।
9/9এই দিনে দক্ষিণেশ্বরে বহু মানুষের সমাগম হয়। বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গায় পুণ্য স্নান করতে আসেন। শুধু দক্ষিণেশ্বর নয় কালীঘাট ও অন্যান্য জায়গাতেও বিভিন্ন মন্দিরের প্রতিমা এদিন সেজে ওঠে বিশেষ সাজে। (ANI Photo)