Kolkata international book fair starting with 900 stalls and theme country Spain: শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আগামী ৩০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। এবারের থিম কান্ট্রি হল স্পেন।
1/6আগামী ৩০শে জানুয়ারি শুরু হতে চলেছে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের ফোকাল থিম কান্ট্রি স্পেন। স্প্যানিশ সংস্কৃতির ছোঁয়া থাকবে সারা বইমেলা জুড়ে। প্রতিবারের মতোই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Twitter)
2/6প্রায় ৯০০ টি স্টল নিয়ে শুরু হচ্ছে এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রকের ডাইরেক্টর জেনারেল মারিয়া জোস গালভেজ সালভাদর ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ একাধিক কৃতি সাহিত্যিক। (Twitter)
3/6গিল্ড সেক্রেটারি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, মেট্রো সার্ভিস রবিবারেও চালু থাকবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩ দিনের বইমেলায় দুই রবিবারই মেট্রো পাবেন বইপ্রেমীরা। (Twitter)
4/6গতবার ২৩ লাখ অনুরাগীর ভিড় দেখেছিল বইমেলা। মোট ২৩ কোটির ব্যবসা হয় বিক্রেতাদের। এবারে শিয়ালদা থেকে সরাসরি মেট্রো। ফলে ভিড় বাড়বে বলেই আসা ত্রিদিববাবুর। (Twitter)
5/6তাঁর কথায়, পরিবহন দপ্তরের তরফে অতিরিক্ত বাস পরিষেবাও চালু রাখার আশ্বাস মিলেছে। এছাড়াও বিধাননগর থেকে অটো পরিষেবায় ন্যায্য ভাড়া বেঁধে দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। (Twitter)
6/6সিইএসসি-এর তরফে একটি অ্যাপ চালু থাকবে প্রতিটি স্টলের অবস্থান বোঝার জন্য। এছাড়াও নয়টি ঢোকার ও বেরোনোর পথও রাখা হয়েছে মেলায়। (Twitter)