বিমানবন্দর মেট্রোর যাবতীয় জট কেটে গেল। এবার চালু শুধু সময়ের অপেক্ষা। দেখে নিন তারই কিছু ছবি
1/6এয়ারপোর্ট মেট্রো প্রকল্পে বিরাট অগ্রগতি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাছে নির্মাণকাজ প্রায় শেষের মুখে। মোটের উপর একটি জট ছিল এই নির্মাণকাজে। সেই জট কেটে গিয়েছে। এটা নিয়েই চিন্তায় ছিল মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু যাবতীয় দুশ্চিন্তার অবসান। ছবি সৌজন্যে কলকাতা মেট্রো
2/6সদা ব্যস্ত ভিআইপি রোড ও এয়ারপোর্ট এন্ট্রি রোডে আন্ডারগ্রাউন্ড মেট্রো টানেল তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এর সঙ্গেই এয়ারপোর্ট পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিস সংলগ্ন সংযোগকারী টানেলের কাজও হয়ে গিয়েছে।
3/6এখানেই শেষ নয়, এয়ারপোর্টের ১ নম্বর গেট থেকে ডিপার্চার টার্মিনাল ফ্লাইওভার পর্যন্ত রাস্তা ও বেড়া দেওয়ার কাজও সম্পূর্ণ। মেটেরোলজিকাল বিল্ডিং ও বিমানবন্দর চত্বরে যাতে যাত্রীরা যথাযথভাবে যাতায়াত করতে পারেন তার ব্যবস্থাও করা হয়েছে।
4/6মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতগতিতে শহরের একাধিক মেট্রো প্রকল্পের কাজ চলছে। বিমানবন্দর মেট্রো স্টেশনের কাছে একটি খ্রীষ্টান কবরখানার নীচে একটি জোড়া টানেল তৈরির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। এটা ছিল একটি কঠিন কাজ। কিন্তু Christian Burial board এক্ষেত্রে সবরকম সহযোগিতা করেছে। এখানে কাজ অত্যন্ত সফলতার সঙ্গে সম্পূর্ণ হয়েছে। ছবি মেট্রো। কবরখানার সংলগ্ন এলাকায় মেট্রো টানেল
5/6জি-২০ সামিটের কথা মাথায় রেখে ১৫,০০০ বর্গমিটার জুড়ে সৌন্দর্যায়নের কাজও হয়েছে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ, ডাক বিভাগকে অন্তর থেকে ধন্য়বাদ জানাচ্ছি। বিমানবন্দর মেট্রো স্টেশনের যাবতীয় বাঁধা কাটাতে তাঁর সবরকমভাবে সমর্থন করেছেন।
6/6এবার শুধু মেট্রো চালুর অপেক্ষা। যে সমস্ত জট ছিল তা কেটে গিয়েছে। বিমানবন্দর থেকে নেমেই এবার হাতের সামনে মেট্রো। বদলে যেতে পারে বিমানবন্দর সংলগ্ন এলাকার চালচিত্র। এই দিনটার জন্য়ই যেন অপেক্ষা করছিলেন অগণিত মানুষ।