মেট্রোয় চড়েন? তাহলে ফোনে রাখুন এই অ্যাপ
Updated: 08 Mar 2022, 06:13 PM IST
Soumick Majumdar
এবার থেকে কলকাতা মেট্রোর মোবাইল অ্যাপের মাধ্যমেই দ্রুত রিচার্জ করা যাবে।
1/5 মেট্রোয় যাতায়াত করেন? স্মার্ট কার্ড রয়েছে? সেক্ষেত্রে এবার থেকে তার রিচার্জ আরও সহজ হল। ছবি : পিটিআই (PTI)
2/5 এবার থেরে কলকাতা মেট্রোর মোবাইল অ্যাপের মাধ্যমেই দ্রুত রিচার্জ করা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
3/5 শনিবার এই অ্যাপ লঞ্চ করেছে কলকাতা মেট্রো। নাম 'Metro Ride Kolkata Mobile App'। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (PTI)
4/5 শীঘ্রই গুগল প্লে স্টোরে এসেযাবে এই অ্যাপ। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (PTI)
5/5 তবে এই প্রথম নয়। এর আগেও 'Metro Railway Kolkata (Official)' নামের একটি অ্যাপ ছিল। তবে অ্যাপটি অনেক স্লো ও জটিল ছিল বলে অভিযোগ ছিল যাত্রীদের। ছবি : গুগল প্লে স্টোর (PTI)
অন্য গ্যালারিগুলি