শনিবার স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেড়ে যায় সর্বনিম্ন তাপমাত্রা। আজকের সর্বনিম্ন তাপমাত্রাও সর্বনিম্ন তাপমাত্রা থেকে অনেকটাই ওপরে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও পারদ চড়ছে। আগামী কয়েকদিন পারদের এই ঊর্ধ্বমুখী যাত্রা জারি থাকবে। এরপর রাজ্যের একাধিক জেলায় নামতে পারে বৃষ্টি। তারপর খানিকটা পারদ নামতে পারে ফের।
1/5১৫, ১৬, ১৭, ১৮ জানুয়ারি দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। ১৫, ১৬ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙে। উত্তরবঙ্গে সমতলে শুধুমাত্র আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে ১৬ জানুয়ারি। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী এক সপ্তাহে আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। (PTI)
2/5শনিবার ও রবিবার কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে। আগামী সপ্তাহে এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এদিকে ১৮ জানুয়ারি এই তিন জেলা সহ কলকাতা ও হাওড়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (PTI)
3/5বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়েছে রাজ্যে। তাই তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝঞ্ঝা এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আগামী সপ্তাহে ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি ছিল। আজ থেকে অবশ্য কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমবে। (PTI)
4/5১৬ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে কলকাতায়। ১৭ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতায়। (PTI)
5/5১৫ এবং ১৬ জানুয়ারি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও হাওড়া ভোর কুয়াশাচ্ছন্ন থাকবে। আগামী ১৮, ১৯, ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ১৮ তারিখ বৃষ্টির পর ১৯ তারিখ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ২০ জানুয়ারি আকাশ মূলত পরিষ্কার থাকবে। (PTI)