ঘূর্ণিঝড় মোখা যতই উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, ততই আতঙ্কিত, বাংলাদেশ এবং মায়ানমারের লাখ লাখ মানুষ। বাংলার কান ঘেঁষে বের হবে এই ঘূর্ণিঝড়। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টি হতে চলেছে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস।
1/6হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং পূর্ব মেদিনীপুরে আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে আজ। এছাড়া আজ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে বজ্রপাত। এছাড়া নদিয়াতেও আজ হালকা বৃষ্টি হতে পারে। (HT_PRINT)
2/6আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। এদিকে আগামিকাল, ১৪ মে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। এরপর ১৫ মে হালকা বৃ্ষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। (HT_PRINT)
3/6আগামিকাল, ১৫ মে বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এদিকে হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং নদিয়ায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে ১৬ এবং ১৭ তারিখও। (HT_PRINT)
4/6আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে না। পারদ নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তারপর দু'দিনে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। ১৬ তারিখ থেকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পশ্চিমের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে থাকবে তাপমাত্রা। (HT_PRINT)
5/6আজ উত্তরবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আগামিকাল থেকে আগামী ৪ দিন উত্তরবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। উত্তরের সবকটি জেলায় আগামিকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই আবহে আগামী দু-তিন দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে। (HT_PRINT)
6/6আজ শনিবার কলকাতায় অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। তবে আজ কলকাতাবাসীকে স্বস্তি দিয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এর আগে কলকাতা ও আশেপাশের অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। (HT_PRINT)