৩৫০০ বছর আগে মারা গিয়েছে সেই ভাল্লুক। তবু তরতাজা মৃতদেহটি। দেহ উদ্ধারের পর চেহারা দেখে হতভম্ব বিজ্ঞানীরা।
1/6৩৫০০ বছর ধরে ঠান্ডা বরফে সংরক্ষিত ছিল একটি মেয়ে ভাল্লুক। কী মনে হচ্ছে? এতদিনে পচে গলে যাওয়ার কথা। শুধু জীবাশ্ম থাকার কথা? কিন্তু উপরের ছবিটাই ঠিক। (Reuters)
2/6মারা গেলেও বরফের মধ্যে বহাল তবিয়তে ছিল মরদেহটি। সম্প্রতি পূর্ব সাইবেরিয়াতে এই ভাল্লুকের খোঁজ মেলে। সেখানেই বরফের নিচে ছিল হাজার হাজার বছরের পুরনো দেহ। (Reuters)
3/6রেইনডিয়ার পশুপালকরা মরদেহটি দেখেই উদ্ধার করে। কতদিন আগে মৃত্যু হয়েছে, তা প্রথমে বোঝা যায়নি। তবে পরীক্ষা করার পর ধরা পড়ে ৩৪৬০ বছর পুরোনো এই দেহ! (Reuters)
4/6লাজারেথ ম্যামথ মিউজিয়াম ল্যাবরেটরির চিফ মাক্সিম চেপরাসভ সংবাদসংস্থা রয়টার্সকে জানান, পশুপালকরা এই প্রাচীনকালের খয়েরি ভাল্লুক বরফ খুঁড়ে বার করেছে। এটি নিঃসন্দেহে অভূতপূর্ব আবিষ্কার। পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক থেকে হদিশ মেলে এর। (Reuters)
5/6মস্কো থেকে এই এলাকা ৪৬০০ কিমি। সেখানে বলশয় লাখভস্কি অঞ্চলের চিরহিমায়িত অঞ্চলে ছিল এটি। সেখান থেকেই ২০২০ সালে খনন করে বার হয় খয়েরি ভাল্লুককে। (Reuters)
6/6লম্বায় এই মেয়ে ভাল্লুকটি ৫.০৯ ফুট। আর ওজনে ৭৮ কেজি। এর শরীরের ভিতরকার কোষগুলি বরফের জন্য এখনও স্বাভাবিক রয়েছে। (Reuters)