Maheep-Sanjay: বিবাহবার্ষিকীর দিন স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ের পুরনো ছবি পোস্ট করলেন মাহিপ কাপুর। ভালোবাসায় ভরালেন নেটিজেন।
1/4
একসঙ্গে পথচলার ২৪ বছর। স্বামী সঞ্জয় কাপুরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নেটমাধ্য়মের পাতায় বিয়ের দিনের পুরনো ছবি পোস্ট করেছন মাহিপ কাপুর। ১৯৯৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। (ছবি ইনস্টাগ্রাম)
2/4মাহিপের শেয়ার করা ছবিতে বিয়ের সাজপোশাকে দেখা মিলেছে এই বলিউড দম্পতির। ভারী বিয়ের লেহেঙ্গা, গা ভর্তি গয়না পরে মাহিপ। অন্যদিকে সঞ্জয়ের পরনে কুর্তা-পাজামা। দুজনের গলায় ফুলের মালা। ক্যাপশনে লিখেছেন, ‘২৪ বছর আগে।’
3/4নীতু কাপুর, চাঙ্কি পান্ডে, ভাবনা পান্ডে সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে। দম্পতির দুই সন্তান- শানায়া কাপুর এবং জাহান কাপুর।
4/4মাহিপ কাপুরের এই ছবি বিয়ের সাজপোশাকে। সঞ্জয় এবং মাহিপের মেয়ে শানায়া কাপুর করণ জোহরের বেধড়ক দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করবেন। ছবিতে তাঁর চরিত্রের নাম নিমরত।